শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, মঙ্গলবার। এ উপলক্ষে উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উদ্বোধন করবেন এই আট স্তম্ভের।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ অক্টোবর আবরারের প্রথম শাহাদতবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সর্বপ্রথম এই আট স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়। তবে নির্মাণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে স্তম্ভগুলো ভেঙে ফেলা হয়। পরবর্তীতে, এ ঘটনার নেতৃত্ব দেওয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন।
স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিল আবরার ফাহাদের প্রিয় উক্তি— ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। এই উক্তিটি আবরার তাঁর ফেসবুক প্রোফাইলেও ব্যবহার করেছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তি নিয়ে ভিন্নমত প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবরার ফাহাদ। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে বুয়েটের শেরেবাংলা হলের গেস্টরুমে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সভা করে তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয়। পরদিন, ৬ অক্টোবর, গ্রামের বাড়ি থেকে ফেরার পর তাঁকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়।