করোনা মহামারির সময় টিকা বিষয়ক অনিয়মে সংশ্লিষ্টতার জেরে অনাস্থা ভোটের মুখে পড়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ভন ডার লেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পার্লামেন্টের রোমানিয়া অঞ্চলের এমপি গিওর্গি পিপেরা। ইইউ পার্লামেন্টের স্পিকার রবের্তা মেতসোলা তার এই প্রস্তাব গ্রহণ করেছেন এবং বলেছেন, আগামী ৭ জুলাই এ প্রস্তাবের ওপর আলোচনা হবে এবং তার তিন দিন পর ১০ জুলাই এর ওপর ইইউ এমপিদের ভোটাভুটি হবে।
উরসুলা ভন ডার লেনের বিরুদ্ধে করোনা টিকা নিয়ে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ উঠেছে সম্প্রতি। ২০২১ সালে করোনা মহামারির সময় মার্কিন টিকা প্রস্তুতকারী কোম্পানি ফাইজারের সঙ্গে কয়েক মিলিয়ন ডোজ করোনা টিকা ক্রয়-বিক্রয়সংক্রান্ত চুক্তি করেছিল ইইউ। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ফাইজারের শীর্ষ নির্বাহী অ্যালবার্ট বোরুলা এবং ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
অভিযোগ উঠেছে, এই চুক্তির বিনিময়ে ফাইজারের কাছ থেকে গোপনে বেশ বড় অঙ্কের অর্থ নিয়েছেন ভন ডার লেন। ফাইজারের শীর্ষ নির্বাহী বরুলার সঙ্গে সে সময় এই আদান প্রদান সংক্রান্ত বেশ কিছু টেক্সটও বিনিময় হয়েছিল।
সম্প্রতি এই ব্যাপারটি ফাঁস হওয়ার পর এবং ইউরোপীয় ইউনিয়নের আদালত কোর্ট অব জাস্টিস বরুলা ও উরসুলার মধ্যে আদান-প্রদানকৃত বার্তাগুলো চেয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশনকে তলব করে। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বরুলা ও উরসুলা উভয়েই তাদের বার্তা বা টেক্সটগুলো মুছে ফেলেছেন।
কোর্ট অব জাস্টিস স্বাভাবিকভাবেই এতে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ব্যাপারটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
বুধবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সময় ইইউ এমপি গিওর্গি পিপেরা বলেছেন, কোর্ট অব জাস্টিসের নির্দেশকে আমলে নিয়েই এ প্রস্তাব এনেছেন তিনি। এছাড়া উরসুলার বিরুদ্ধে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন পিপেরা।
এছাড়া রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনেও উরসুলা ভন ডার লেনের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ইইউ এমপি পিপেরা।