রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শনিবারের তুলনায় রোববার ঢাকার তাপমাত্রা সামান্য কমেছে। শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার নেমে এসেছে ১২ দশমিক ৩ ডিগ্রিতে। এটি এখন পর্যন্ত চলতি শীত মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান, দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এদিকে, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় আজ দেশের সামগ্রিক সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও রাজধানীতে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে পরবর্তী দুই-এক দিন সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ৭ জানুয়ারি তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে এবং ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, কুয়াশার দাপট বাড়লে শীতের অনুভূতি আরও তীব্র হয়। আগামী কয়েকদিন দেশজুড়ে কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

