রাজধানীর প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ঘটনাটিতে জড়িত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলো মামলা করেছে। তবে ডেইলি স্টার এখনো মামলা করেনি; তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর মামলার প্রক্রিয়া শুরু হবে।
নজরুল ইসলাম জানান, প্রথম আলোর মামলায় ৪০০–৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি ৩ জন এবং ডিবি ১ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাইম (২৬) নামের একজনের কাছ থেকে লুট করা নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই টাকায় কেনা একটি মোবাইল ফোন ও একটি ফ্রিজও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

