আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
জানা গেছে, দুপুরের দিকে পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় হাদিকে কাছ থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরই তার সহকর্মীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এখন জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ঢামেকে হাদি ভাইয়ের জন্য ইমার্জেন্সি ‘বি নেগেটিভ’ (B-ve) ব্লাড প্রয়োজন।
মতিঝিল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেজওয়ানুল ইসলাম বলেন, আমরা শুনেছি তিনি রিকশায় যাচ্ছিলেন, এমন সময় কে বা কারা তাকে গুলি করে। তবে কারা ঘটিয়েছে এবং কীভাবে গুলিবিদ্ধ হয়েছে আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।

