রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে। শুক্রবার সকালে ভূমিকম্পের পর এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক তথ্যানুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, এবং এর কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।”

