ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ড ভ্যানে এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
এ বিষয়ে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ‘প্রতিদিনের মতো গাড়ির চালক সড়কের পাশে পার্কিং করে কাভার্ড ভ্যানটি রেখে যান।
রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সিটের দিকে আগুন ধরে যায়। আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরো বলেন, ‘গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে।
ফলে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।’
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি- নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবুও ঘটনাটির তদন্ত চলছে।’

