টালিউড সুপারস্টার দেব এই মুহূর্তে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘রঘু ডাকাত’ ছবিকে ঘিরে যেমন একদিকে নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে, তেমনি অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে ইতিবাচক আলোচনা ও প্রশংসা।
এরই মধ্যে কুণাল ঘোষের একের পর এক কটাক্ষেরও শিকার হয়েছেন দেব। তবে সমালোচনার মুখে পাল্টা কটাক্ষ না করে বরাবরের মতোই হাসিমুখে দিয়েছেন উপযুক্ত জবাব—যা ভক্তদের মন জয় করেছে আরও একবার।
তবে আলোচনার কেন্দ্রে কেবল সিনেমা নয়, রয়েছে দেবের ব্যক্তিগত জীবনও। শুভশ্রীর সঙ্গে সম্পর্কের অবসানের পর দীর্ঘদিন ধরেই অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে প্রেম করছেন তিনি। এদিকে যখন টালিউডের অনেক তারকা একে একে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন, কেউ কেউ আবার বাবা-মাও হয়েছেন—সেখানে দেবের অবিবাহিত জীবন নিয়ে বহুবারই প্রশ্ন উঠেছে ভক্ত ও গণমাধ্যমে।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন দেব। সাংবাদিক জানতে চান, তিনি কি টালিউডের ‘সালমান খান’? ভাইজানের মতো কি সারাজীবন একাই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি?
উত্তরে দেব বলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি—বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গেল ব্যাচেলর লাইফ লিড করব।”
রুক্মিণীকে বিয়ে প্রসঙ্গে দেব আরও বলেন, “বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবে।”
দেবের এই মন্তব্যে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। অনেকেই মনে করছেন, খুব শিগগিরই বিয়ের সানাই বাজতে পারে দীপক অধিকারী ওরফে দেবের বাড়িতে। তবে কবে সেই বিশেষ দিন আসছে—সেটা এখন সময়ই বলে দেবে।