টানা দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোমাঞ্চকর লড়াই শেষে ২ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।
পাওয়ার প্লেতে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে শামীম হোসেন পাটোয়ারি ও অধিনায়ক জাকের আলী অনিক গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ৫৬ রানের জুটি। এরপর শামীম বিদায় নিলে আবারও বিপদে পড়ে দল। নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও রিশাদ হোসেন বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি উইকেটে টিকে থাকা নুরুল হাসান সোহানকে।
কিন্তু শেষদিকে অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দেন সোহান। অপরাজিত থেকে খেলেন ২১ বলে ৩১ রানের ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন শরিফুল ইসলাম। দুই চারে মাত্র ১২ বলে ১৯ রান তুলে সমীকরণ মেলান তিনি। শেষ পর্যন্ত তাদের জুটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী কৃতিত্ব দেন বোলারদের, তিনি বলেন, “ভালো লাগছে। দল হিসেবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ খেলেছি এবং আজকের ম্যাচে আরও বেশি পরিপূর্ণ ছিলাম। বোলাররা শুরুটা ভালো করে দিয়েছে, উইকেট আগের দিনের চেয়ে ভালো ছিল, আর আমরা দারুণ চরিত্র দেখিয়েছি।”
এই জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি এখন টাইগারদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।