আজ একই দিনে পাকিস্তানের বিপক্ষে দুই ভিন্ন আসরে মাঠে নেমেছে বাংলাদেশ। রাতে এশিয়া কাপ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান—যা মূলত অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে, তারাই উঠবে ফাইনালে।
এর আগেই ফুটবলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাল-সবুজরা। শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম চার মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় বিপদ ডেকে আনেন। সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে জালে জড়ান।
এর এক মিনিট পর আসে দ্বিতীয় গোল। ডান প্রান্ত থেকে দারুণ দৌড়ে পাকিস্তানি রক্ষণের ফাঁক গলে বক্সে ঢুকে কোনাকুনি শটে জোরালো গোল করেন ফরোয়ার্ড অপু।
ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও আর কোনো গোল হয়নি। পাকিস্তান গ্রুপ পর্বে ভালো খেললেও আজ বাংলাদেশের রক্ষণ ভেদ করতে পারেনি।
একই ভেন্যুতে রাতে অনুষ্ঠিত হবে আরেক সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে নেপাল ও ভারত। এই ম্যাচের বিজয়ী দল ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।