সরকারি চাকরির সবচেয়ে বড় প্রতিযোগিতা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন প্রশ্নপত্রে অংশ নেন মোট তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী।
তবে পরীক্ষার ফল কবে প্রকাশ হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক দিনক্ষণ জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও সংস্থাটির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশের কথা রয়েছে।
পিএসসি সূত্র বলছে, গত জুনে ছয়টি বিসিএসের রোডম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেখানে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৯ সেপ্টেম্বর। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়েই পরীক্ষা নিতে সক্ষম হয়েছে পিএসসি। এবার রোডম্যাপ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছে তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএসে মোট ক্যাডার পদ শূন্য রয়েছে ৩ হাজার ৪৮৭টি। পাশাপাশি নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। সব মিলিয়ে এই বিসিএসের মাধ্যমে নিয়োগ পাবেন ৩ হাজার ৬৮৮ জন প্রার্থী।