ডিসেম্বরের দুই সপ্তাহ পার হওয়ার পর, শেষ সপ্তাহ থেকে গ্রাহকের ব্যাংক হিসাব থেকে আবগারি শুল্ক কাটা শুরু হবে। গ্রাহকের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এই বিষয়টি জানানো হবে। হঠাৎ বার্তা পেয়ে অনেক গ্রাহক বিভ্রান্তি ও দুশ্চিন্তায় পড়ছেন, কারণ তারা বুঝতে পারছেন না কেন টাকা কেটে নেওয়া হলো।
সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্যাংকের গ্রাহকদের মুঠোফোনে আবগারি শুল্ক কেটে নেওয়ার খুদে বার্তা আসে। তবে মনে রাখবেন, আপনার ব্যাংক হিসাব যদি ২০২৫ সালে একবারে তিন লাখ টাকার বেশি হয়, তখনই আবগারি শুল্ক কাটা হবে। নতুন নিয়মে শুল্ক হিসাবের স্থিতির ওপর নির্ভর করে বসানো হয়। এর আগে, ব্যাংক হিসাবের এক লাখ টাকার বেশি হলে শুল্ক কেটে নেওয়া হতো। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় জুনে এই পরিবর্তন আনা হয়েছে, যা গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।
আবগারি শুল্ক কী
আবগারি শুল্ক হলো একধরনের পরোক্ষ কর, যা সরকার নির্দিষ্ট কিছু পণ্য, সেবা বা আর্থিক কার্যক্রমের ওপর ধার্য করে। যেমন ব্যাংকে টাকা রাখা, মুঠোফোনে কথা বলা, সিগারেট কেনা ইত্যাদি। এ ধরনের শুল্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ও মুনাফার ওপর বসে না। কোনো কার্যকলাপ বা সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বসে।
কত টাকায় কত শুল্ক
আপনার ব্যাংক হিসাবে যদি বছরের যেকোনো সময় তিন লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে কোনো আবগারি শুল্ক কাটা হবে না।
দেখা যাক, কত টাকার ওপর আবগারি শুল্ক কাটে:
১. ৩ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা
২. ৫ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা
৩. ১০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ৩ হাজার টাকা
৪. ৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা
৫. ১ কোটি ১ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা
৬. ২ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ২০ হাজার টাকা
৭. ৫ কোটি টাকার বেশি ৫০ হাজার টাকা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবগারি শুল্ক কাটে। কিন্তু এনবিআরের পক্ষে ব্যাংকগুলো হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে আবগারি শুল্ক কেটে সরকারি কোষাগারে জমা দেয়।
আবগারি শুল্ক কাটার নিয়ম
প্রতিবছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে, কোনো ব্যাংক হিসাবের স্থিতি যদি একবারে তিন লাখ টাকার বা তার বেশি স্তরে পৌঁছায়, তাহলে নির্ধারিত হারে আবগারি শুল্ক দিতে হয়। একাধিকবার সীমা স্পর্শ করলেও শুল্ক একবারই কাটা হয়। একজন গ্রাহকের একাধিক ব্যাংক হিসাব থাকলেও প্রতিটি হিসাব থেকে আলাদাভাবে শুল্ক কাটা হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার মোট ১০ লাখ টাকা তিনটি ব্যাংক হিসাবের মধ্যে থাকে—একটি ব্যাংকে চার লাখ এবং অন্য দুটি ব্যাংকে তিন লাখ করে—তাহলে তিনটি হিসাব থেকে প্রতিটি ১৫০ টাকা করে, মোট ৪৫০ টাকা শুল্ক কেটে নেওয়া হবে।


