২০২৬ সালের আইপিএল মেগা নিলামে বড় চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কেকেআর—আইপিএলে তার ক্যারিয়ারের সর্বোচ্চ দাম।
নিলামের সবচেয়ে আলোচিত নাম অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটিতে পেয়েছে কেকেআর। ডেভিড মিলার ২ কোটিতে দিল্লি ক্যাপিটালসে, ভানিন্দু হাসারাঙ্গা ও এনরিখ নরকিয়া ২ কোটি করে লখনৌ সুপার জায়ান্টসে এবং ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন।
নিলামে লিয়াম লিভিংস্টোন, রাচিন রবীন্দ্র ও জনি বেয়ারস্ট্রোসহ বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার অবিক্রিত রয়েছেন।

