ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে সংস্থাটি।

শুক্রবার (২২ আগস্ট) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছেন।

নোটিশে বলা হয়, বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মেয়াদ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। বর্জ্য ব্যবস্থাপনার গতি ও মানোন্নয়ন নিশ্চিত করতে নতুন নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ক্রয় ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শর্তে উল্লেখ করা হয়েছে, আবেদনপত্র ক্রয় ও জমা প্রদান কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। সিটি কর্পোরেশনের নগর ভবন বা আঞ্চলিক কার্যালয় থেকে সরাসরি আবেদনপত্র ক্রয়, বিক্রয় ও জমা দেওয়া যাবে না।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
Share.
Leave A Reply

Exit mobile version