বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেক থানাধীন এলাকায় মো. ফজলু হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। 

এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাষানটেক থানাধীন মিরপুর ১৪ নাম্বার এলাকায় মো. ফজলু (৩১) অংশ নেন। সন্ধ্যা ৭ টার দিকে এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলি বর্ষণে ফজলুর কোমরের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশে বেরিয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের বিরুদ্ধে নিহতের ভাই সবুজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Share.
Leave A Reply

Exit mobile version