পরিচালনা ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়নের জন্য কৌশলপত্র যথাযথ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এটির মান বৃদ্ধির জন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে, করণীয় নির্ধারণে আগামীকাল (১৪ জানুয়ারি) ডিএনসিসি নগরভবনে এ সভা ডাকা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা যায়, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জরুরি সভার নোটিশ প্রদান করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, উন্নয়ন কৌশলপত্র যথাযথ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। ইতোমধ্যে ডিএনসিসির সকল বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে সবার উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে, করণীয় নির্ধারণে এই সভা ডাকা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই সভায় সবাইকে নানান নির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি সবাইকে পাঠানো চিঠিতে কর্মপরিকল্পনা রিভিউ, সিএলসিসি গঠন, বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুত প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়ন সহ সেবার মান বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version