বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সমিতির সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সচিবালয়ে আগুনের ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, পতিত সরকারের বিভিন্ন দুর্নীতি আত্মসাৎ যাতে প্রমাণ করা না যায় সেজন্য সব অ্যাভিড্যান্স (নথিপত্র) তারা পুড়িয়ে দিতে পারে।

সচিবালয়ের এ ঘটনার পর প্রশাসন ও বিচার বিভাগের যেসব কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে পতিত সরকারের অতি সম্পর্ক ছিল তাদেরকে চিহ্নিত করে সরিয়ে দেওয়ার তাগিদ তিনি।

উদ্বেগ প্রকাশ করে খোকন বলেন, আমি প্রধান বিচারপতিকে অনুরোধ করব আমাদের সুপ্রিম কোর্টের যে রেকর্ড রুম রয়েছে, সেগুলোর বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে সুপ্রিম কোর্টের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সুপ্রিম কোর্টের ক্ষতি হলে বাংলাদেশের বিচার প্রার্থীর ক্ষতি হয়ে যাবে।

‘আমি অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে এবং সরকারকে যাতে করে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুম পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।’

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) অন্তর্বর্তী কমিটির সভাপতি হন এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক নির্বাচিত হন মো. রুহুল কুদ্দুস।

মাহবুব উদ্দিন খোকন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি।

Share.
Leave A Reply

Exit mobile version