বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি এবং প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগের কারনে এ কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের একাংশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম সারির সংগঠক মুহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘বর্তমান সাতক্ষীরা জেলা কমিটি একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। যারা আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশকেই পাতানো ফাঁদে ফেলে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা যারা কষ্ট করে আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে লড়াই করেছি, তারা এই কমিটিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী প্লাটফর্ম একটি অরাজনৈতিক আন্দোলন। আমরা চাই, সংগ্রামের ন্যায় স্বচ্ছতা বজায় রেখে একটি সম্মানজনক কমিটি গঠিত হোক। ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হোক এবং বৈষম্যের অবসান ঘটানো হোক।’

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ আসিফ চত্বরে আমরা সংবাদ সম্মেলন করব। সেখানে এই কমিটির বাতিলের দাবি জানানো হবে এবং ত্যাগীদের মূল্যায়নের প্রস্তাব রাখা হবে।’

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে সাতক্ষীরা জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়। 

Share.
Leave A Reply

Exit mobile version