সময়টা ২০০৩। তখন বলিউডের সালমান খানের ক্যারিয়ার খানিকটা মন্দার দিকে। যদিও সে সময় চলতেন দাপটের ওপর। তখন চলছিল তার ‘তেরে নাম’ এর শুটিং, যেই সিনেমা ঘুরিয়ে দেয় সালমানের ক্যারিয়ার। কিন্তু সে সময় সহশিল্পী তথা অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণানের সঙ্গে এমন এক কাণ্ড করে বসেন সালমান, যার ফলে কান্না করে দেন সেই অভিনেত্রী!

মূলত, সিনেমায় নায়িকা ভূমিকা চাওলার বোনের চরিত্রে অভিনয় করছিলেন ইন্দিরা কৃষ্ণান। ‘তেরে নাম’ সিনেমায় ভূমিকা ও ইন্দিরার সঙ্গে মতো বিরোধের দৃশ্যে দেখা যায় সালমানকে। সে দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেত্রীকে হুমকি দিয়ে বসেন সালমান। জানান, তার গায়ে হাত পড়লে নাকি ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে ইন্দিরার; এমনকি ইন্ডাস্ট্রিতে যেন আর কাজ না পান সেই ব্যবস্থাও করবেন!

শুধু তাই নয়, কোনো মারপিটের দৃশ্যে ইন্দিরা যদি গায়ে হাত তুলেও বসেন, মিডিয়ার কাছে সব ফাঁস করে দেবেন বলেও ভয় দেখান সালমান খান; আর সবাইকে গিয়ে বলবে, ‘সে আমাকে মেরেছে।’

এমন কথা শুনতেই নাকি কেঁদে ভাসিয়ে দেন সেই অভিনেত্রী। সালমানের দেহরক্ষীও বার বার ইন্দিরাকে বলতে থাকেন ভাইয়ের গায়ে হাত দিলে রক্ষা নেই!

সালমান খান ও অভিনেত্রীর সঙ্গে এমন মুহূর্ত বেশ কিছুক্ষণই চলছিল সেই শুটিং স্পটে। পরে সালমান এসে জানান, তিনি যেটা করেছেন, তার সম্পূর্ণটাই রসিকতা। এও জানান, অভিনেত্রী কান্নাকাটি শুরু করতে নাকি হেসেও ফেলেন সালমান।

Share.
Leave A Reply

Exit mobile version