সন্তান জন্মের পর থেকে রুপালি পর্দায় খুব একটা দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ২০২৪ সালে।
গত বছরের সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন এই বলিউড তারকা। ধীরে ধীরে কাজে ফিরলেও দিনে ৮ ঘণ্টা কাজের শর্ত রাখায় ইতোমধ্যেই বলিউডে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
এরই মধ্যে জানা গেল, আরও একটি বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন দীপিকা। ২০১৫ সালের হলিউড ছবি দ্য ইন্টার্ন-এর হিন্দি রিমেকে অ্যানি হাথওয়ের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার।
উদ্যোক্তা এক নারীর গল্প নিয়ে নির্মিত ছবিটিতে ‘ইন্টার্ন’ চরিত্রে প্রাথমিকভাবে ছিলেন ঋষি কপূর। তার মৃত্যুর পর সেই ভূমিকায় যুক্ত হন অমিতাভ বচ্চন। নানা কারণে শুটিং পিছিয়ে আসছিল।
এই সিনেমায় কেবল মুখ্য চরিত্রে না, প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন দীপিকা। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে চান, যাতে প্রযোজনায় বেশি সময় দিতে পারেন এবং নতুন গল্পের পরিকল্পনা করতে পারেন। ফলে ইতিমধ্যেই নতুন নায়িকার খোঁজ চলছে।
সন্তান জন্মের পর থেকেই বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন এই অভিনেত্রী। তার পরিকল্পিত পাঁচটি কাজের প্রথমটি ‘দ্য ইন্টার্ন’। আগামী বছর এমন গল্প শোনাতে চান যা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন তিনি।
তবে ভক্তদের জন্য সুখবর, শিগগিরই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। পাশাপাশি কল্কি ২৮৯৮ এডি-এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হবে।