দেশের সার্বিক পরিস্থিতি ও সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ভারতের কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। তবে আমন্ত্রণ না পাওয়ায় এতে অংশ নিচ্ছে না জাতীয় পার্টি।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ঢাকা মেইলকে জানান, তাদের আমন্ত্রণ জানানো হয়নি। 

বিকেল চারটার দিকে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দগুলোর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়াও বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনি বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। তবে সময় নির্ধারণ হয়নি।

কোন কোন দল অংশ নেবে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে তা পরে জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

জাতীয় পার্টি এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলো। কিন্তু মাঝে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলও কর্মসূচি পালন করে। যার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাকের আলোচনায় আমন্ত্রণ মেলেনি এমনটা ধারণা খোদ দলটির নেতাদের।

প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, এখন পর্যন্ত তো কোনো আমন্ত্রণ পাইনি। মাত্র দুই ঘণ্টা বাকি আছে। তাহলে কি যাওয়ার সুযোগ আছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমন্ত্রণ না পাইলে কেমনে যাবো? 

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। 

অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

Share.
Leave A Reply

Exit mobile version