নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম পাঠানো এক বার্তায় জানানো হয়, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ডিবি।

Share.
Leave A Reply

Exit mobile version