সাধারণত কোনো বড় বড় শপিং মল কিংবা ব্র্যান্ডের আউটলেট থেকে শপিং করে থাকেন তারকারা। সেক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম ওপার বাংলার গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মাঝেই সাধারণ বাজারে গিয়ে নিজের জন্য কেনাকাটা করেন তিনি। বলা বাহুল্য, এই গায়িকার এমন সরলতায় বরাবরের মতো মুগ্ধ তার অনুরাগীরা।

সম্প্রতি ইমনকে দেখা গেল, কলকাতার একটি রাস্তায় কেনাকাটা করছেন তিনি। আর বিষয়টি প্রকাশ করেছেন গায়িকা নিজেই। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, গড়িয়াহাটের সাধারণ একটি ব্যাগের দোকানে দাঁড়িয়ে ব্যাগ দেখছেন। জিজ্ঞেস করেন দামও।

এ সময় ইমনের পরনে মেরুন রঙের একটি কুর্তি। রাস্তায় দাঁড়িয়েই গায়িকাকে বলতে শোনা যায়, ‘গড়িয়াহাটের চৈত্র সেলের শপিং সেরা, চলো’- বলেই তাকে মাস্ক পরে গড়িয়াহাটের ফুটপাতে বসা দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে দেখা যায়।

তবে শেষ পর্যন্ত কী কী কিনলেন সেটা অনুরাগীদের সঙ্গে ভাগ করেননি ইমন।

ভিডিওটি পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘মাস্কে মুখ ঢেকে লাভ নেই। সবাই চিনে যাবে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘এই জন্যই আপনাকে এত ভালো লাগে। কোনও শো অফ নেই। একদম মাটির মানুষ।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘এত বড়ো মানুষ হয়েও আপনি এত সাধারণ। সত্যিই আপনাকে আমার প্রণাম।’

Share.
Leave A Reply

Exit mobile version