ঢাকার মা‌র্কিন দূতাবা‌সে হামলার প‌রিকল্পনার যে আশঙ্কার কথা বলা হয়েছে সে বিষয়ে পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ব‌লে‌ছেন, য‌দি কো‌নো হামলার প‌রিকল্পনার কথা বলা হ‌য়ে থা‌কে, সেটা ইনফরমাল (অনানুষ্ঠা‌নিক) এবং সেটা আমার কাছে আসেনি। 

বৃহস্প‌তিবার (২৮ আগস্ট) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, মা‌র্কিন দূতাবা‌সে হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে। এ বিষ‌য়ে বাংলাদেশ সরকার কী ব‌্যবস্থা নি‌চ্ছে এবং মা‌র্কি‌নি‌দের তরফ থে‌কে কিছু জানা‌নো হ‌য়ে‌ছে কি ন?

জবা‌বে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আমি এটুকু আপনা‌দের বল‌তে পা‌রি, য‌দি কো‌নো হামলার প‌রিকল্পনা হ‌য়ে থা‌কে তাহ‌লে সেটা ইনফরমাল এবং সেটা আমার কা‌ছে আসেনি, আমি কিছু জানি না। নিরাপত্তা সংক্রান্ত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বল‌তে পার‌বে।

সম্প্রতি এক‌টি গণমাধ‌্যমের খব‌রে বলা হ‌য়ে‌ছে, ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত সুনির্দিষ্ট একটি ধর্ম পালনকারী কর্মীদের এবং এর পাশাপাশি বাংলাদেশি কর্মীদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version