বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করা এই কণ্ঠশিল্পী এবার আবারও মুগ্ধ করতে আসছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের। প্রেম, বেদনা আর স্মৃতির মায়ায় ভরা তাঁর গান বহুদিন ধরেই বাংলার শ্রোতাদের কাছে বিশেষ প্রিয়।

অরিজিৎ সিংয়ের এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পক্ষ থেকে অনলাইন প্রচারণা শুরু হয়েছে।

তবে ঠিক কবে তিনি আসবেন এবং কোথায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে পারফর্ম করেছেন অরিজিৎ সিং। সর্বশেষ তিনি ২০১৬ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে কনসার্টে অংশ নিয়ে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version