নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এক ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান থাকার কথা নিশ্চিত করেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ভূমিকার পক্ষে দৃঢ় অবস্থান নেন। এর পাশাপাশি, পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন যে আইনটি মূলত জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, এই নতুন আইন সম্পর্কে বাহিনীগুলোর যদি কোনো আপত্তি থাকে, তবে তারা তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version