বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৯ ডিসেম্বর) বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সাক্ষাতে তারা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

জাপা চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।

Share.
Leave A Reply

Exit mobile version