বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো ব্যাচেলর পয়েন্টের সাথে বিশেষ অংশীদারিত্বে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো’র নতুন স্মার্টফোন এ৬ প্রো।

এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে শোটির বহুল প্রতীক্ষিত ‘বছরের সবচেয়ে বড় ব্যাচেলর ট্রিপ’স্পেশাল এপিসোডে থাকছে আরও বেশি আনন্দ, হাসি, পাগলামি ও অবিস্মরণীয় মুহূর্ত—যেখানে অপো এ৬ প্রো হয়ে উঠবে চরিত্রগুলোর নিখুঁত ভ্রমণসঙ্গী।

ভ্রমণ ও বিনোদনে নতুন মাত্রা

অপো এ৬ প্রো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি যাত্রা হয় রোমাঞ্চকর। এর আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোড পানির নিচে দারুণ মুহূর্তগুলো ধারণ করার সুযোগ দেয়। শক্তিশালী ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা ব্যবহারকারীদের যাত্রায় নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন সংযোগ।

দীর্ঘ সড়কভ্রমণে ডিভাইসটির সুপারকুল ভিসি সিস্টেম ফোনকে ঠান্ডা রাখে, ফলে নিরবচ্ছিন্ন ব্যবহারেও এটি নির্ভরযোগ্য সঙ্গী।

অভিজ্ঞতায় ফ্ল্যাগশিপ মান

আলট্রা ব্রাইট অ্যামোলেড স্ক্রিন – ম্যাপ, বিনোদন ও ছবি দেখায় সমৃদ্ধ অভিজ্ঞতা।
কালারওএস ১৫ – মাল্টিটাস্কিংকে সহজ করে তোলে।
৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন – বছরের পর বছর একই পারফরম্যান্স।
এআই ইমেজিং ও এআই নেটওয়ার্কস – পরিষ্কার ছবি ও স্থিতিশীল সংযোগ।
এআই এডিটর ২.০ – ট্রাভেল মেমোরি ইনস্ট্যান্ট এডিটের সুবিধা।
এআই লিঙ্কবুস্ট ৩.০ – ভিড় বা দূরবর্তী এলাকাতেও নেটওয়ার্ক সংযুক্তি।
এছাড়া, মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স ফোনকে ভ্রমণের ঝাঁকুনির বিপরীতে সুরক্ষিত রাখে। আর ৩০০% আলট্রা ভলিউম মোড আড্ডা, সড়কযাত্রা বা সৈকতে সময় কাটানোকে আরও আনন্দময় করে তোলে।

প্রি-অর্ডার অফার ও সেবা

অপো এ৬ প্রো প্রি-অর্ডার করলে গ্রাহকরা পাচ্ছেন—

একটি ট্রেন্ডি অপো ব্যাকপ্যাক
দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি
কার্ডলেস ইজি ইএমআই ও ০% সুদে ১২ মাস পর্যন্ত ব্যাংক ইএমআই সুবিধা
ফ্লিপারের মাধ্যমে এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ২,০০০ টাকা ডিসকাউন্ট
এছাড়াও, পরবর্তী বিক্রয় সেবায় থাকছে—

ফ্রি শিপিংসহ সেন্ড-ইন-রিপেয়ার
১ ঘণ্টার ফ্ল্যাশ ফিক্স সার্ভিস
ফ্রি স্ক্রিন প্রোটেক্টর ও সিস্টেম আপগ্রেড
সার্ভিস সেন্টারে ফ্রি বেভারেজ ও সার্ভিস অ্যাক্টিভিটি
দাম ও কালার অপশন

অপো এ৬ প্রো (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে—

রোজউড রেড
স্টেলার ব্লু
এর মূল্য ধরা হয়েছে মাত্র ৩৪,৯৯০ টাকা।
গ্রাহকরা এখন দেশের সকল অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত আউটলেট ও অনলাইন শপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন এবং এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো সবসময় উদ্ভাবন ও লাইফস্টাইলের মাধ্যমে তরুণদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। ব্যাচেলর পয়েন্টের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেখাতে পেরেছি কীভাবে তরুণদের প্রাণবন্ত, অ্যাডভেঞ্চারপূর্ণ ও মজাদার জীবনের সাথে অপো এ৬ প্রো মানানসই। আমরা বিশ্বাস করি, এ সহযোগিতা শুধু বিনোদনই নয়—অপো এ৬ প্রোকে তরুণদের বিশ্বস্ত সঙ্গী করে তুলবে।”

Share.
Leave A Reply

Exit mobile version