বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশ-এর বিশেষ সেবা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সম্মুখ সড়কে আয়োজিত সমাবেশ থেকে একগুচ্ছ বেলুন ও শ্বেত কবুতর উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন এরিয়া লিডার কাজী সাইফুল, মাল্টিপল চেয়ারপার্সন আশরাফ হোসেন হিরা, জেলা গভর্নর একেএম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ও কর্মসূচীর চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ড. আবুল হোসেন খন্দকার, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান ও ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খানসহ জেলা নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক বলেন, “মানবতার কল্যাণে লায়ন্স সেবা বিশ্বব্যাপী টানা ১০৮ বছর ধরে অবদান রেখে আসছে। বাংলাদেশের লায়ন্সগণও দুর্যোগ ও বিপদের সময়ে মানুষের পাশে থেকে কল্যাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

এ সময় জেলা গভর্নর একেএম গোলাম ফারুক ক্লাবসমূহকে অক্টোবর মাসে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উদ্বোধনের পর জেলার ১৪৫টি ক্লাবের এক হাজারেরও বেশি সদস্যের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগারগাঁও লায়ন্স ভবনে গিয়ে শেষ হয়।

এছাড়া প্রথম দিনে রক্তদান কর্মসূচী, মিশন ১.৫ বিষয়ক সেমিনার ও লিও সদস্যদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version