মহান বিজয় দিবস উপলক্ষে এবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে যা আমরা দেখতে দেখতে পদার্পণ করেছি স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া দিয়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার আন্দোলনে যেভাবে ছাত্র-জনতা অংশ নিয়েছিল, মাঠে নেমেছিল। আমরা চাই স্বাধীনতার ৫৪ বছরে এসেও সেই যাত্রা শুরু হোক। তার প্রথম সূচনা হতে হবে ২৪ শে যারা হত্যাকাণ্ড চালিয়েছে এর মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

শোভাযাত্রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version