বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে যুব র্যালি ম্যারাথন ‘রাজপথে বিজয়ে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। সেই রাজনীতি এখন বাংলাদেশে সম্পূর্ণ অচল। আর যারা সেই অচল রাজনীতির পাহারাদারি করবে, তারাও অচল মালে পরিণত হবে।
তিনি আরও বলেন, আমরা কেবল আমাদের দলের বিজয় চাই না; আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। এই জনগণের বিজয়ই হবে আমাদের প্রকৃত বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হিসেবে যে অর্জন চিহ্নিত হবে, ইনশাআল্লাহ আমরা তারই অংশীদার হবো।


