বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা সার্কিট হাউজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, স্মৃতি স্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে অগ্নিসংযোগ করছে কয়েকজন দুর্বৃত্ত। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের তৎপরতার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা সতর্ক অবস্থানে আছি।”

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত নয়টার দিকে সাতক্ষীরার জুলাই শহীদ স্মৃতি স্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। ওই সময়ের ভিডিওতে যুবলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাও দেখা যায়।

Share.
Leave A Reply

Exit mobile version