বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন হচ্ছে। শিগগিরই নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দলের আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে নতুন লোগোর নমুনা দেখা যায়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে জানান,“আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোনটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।”
তিনি আরও বলেন, “লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হলে সেটিই অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।”