ফেনী জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফেনীর টাইম পাস সেন্টারে ফেনী জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
জেলা কর আইনজীবী সমিতি ফেনীর সাধারণ সম্পাদক আবুল হাসেম রতনের সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যাকসেস বার নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির ফেনীর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া ভূঞাঁ, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হৃষিকেশ মজুমদার,সাবেক সাধারন সম্পাদক আয়কর উপদেষ্টা মোঃ ইউনুছ,নব নির্বাচিত সহ -সম্পাদক এম.আশ্রাফ হোসাইন সাদেক,কোষাধ্যক্ষ আরিফুল হাসান রবিন,এডভোকেট হুমায়ুন কবির বাদল,এডভোকেট শিপন বিশ্বাস প্রমূখ।
অভিষেক অনুষ্ঠানে জেলা কর আইনজীবী সমিতি ২০২৪_২৬ সালের নব নির্বাচিত ৯ জন কার্যকরী কমিটির কর্মকর্তাকে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করা হয়, সভায় বক্তারা ফেনী একটি সমৃদ্ধ জেলা হিসেবে নব নির্বাচিত কর্মকর্তাদের সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি শক্তিশালী কর আইনজীবী বার গঠন করার আহ্বান জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন, উক্ত অনুষ্ঠানে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ আবু নাসের মজুমদার মেজবাহ, চট্টগ্রাম টেক্সবারের সাধারণ সম্পাদক বাকা উল্লাহ চৌধুরী ইরান, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক এডভোকেট মোশারফ হোসেন মানিক ও ছিলেন
বিপুল সংখ্যক আইনজীবীরা।