ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

পুলিশ জানায়, বুধবার ও বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বালিগাঁও থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এদিন সকালে শহরতলীর লালপুল থেকে সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজুকে ও বুধবার রাতে সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রাম থেকে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাজেদা ও ইব্রাহীমকে আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আবুল কালাম আজাদ আন্দোলনে হতাহতের মামলায় এজাহারনামীয় আসামি। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। 

Share.
Leave A Reply

Exit mobile version