ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপের টিকিটের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এবার টিকিট পেতে আবেদন করেছেন ৫০ কোটিরও বেশি ফুটবলপ্রেমী সমর্থক।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে ২১১টি ফিফা সদস্য দেশ ও অঞ্চলের সমর্থকরা টিকিটের জন্য আবেদন করেছেন। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে গত মঙ্গলবার। লটারির মাধ্যমে টিকিট বরাদ্দের ফলাফল আগামী ৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

ফিফার তথ্য অনুযায়ী, স্বাগতিক দেশগুলোর বাইরে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে। নির্দিষ্ট ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে মায়ামিতে ২৭ জুন অনুষ্ঠিতব্য কলম্বিয়া–পর্তুগাল ম্যাচে। এরপর রয়েছে ১৮ জুন গুয়াদালাহারায় মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচ এবং ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনাল।

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘মাত্র এক মাসের কিছু বেশি সময়ে অর্ধশত কোটি টিকিট আবেদন প্রমাণ করে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে মানুষের আবেগ ও ভালোবাসার নাম। সমর্থকদের এই অভূতপূর্ব সাড়া সত্যিই প্রশংসার যোগ্য। তবে সীমিত আসনের কারণে স্টেডিয়ামে সবাইকে জায়গা দিতে না পারা আমাদের জন্যও দুঃখজনক।’

তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনাও পিছু ছাড়ছে না ফিফার। ইউরোপের ফুটবল সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম প্রায় পাঁচগুণ বেশি। এই সমালোচনার প্রেক্ষিতে ফিফা গত ডিসেম্বরে কমদামের একটি নতুন টিকিট শ্রেণি চালু করেছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ ডলার (প্রায় ৭ হাজার ৩৩৭ টাকা)।

Share.
Leave A Reply

Exit mobile version