বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ১৭ বছর পর কারামুক্ত দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

রবিবার (২৯ ডিসেম্ব) গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার সাক্ষাৎ করতে যায়।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম পিন্টুকে। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পায় পিন্টু । তারপর কারাগার থেকে মুক্তি পান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version