নটরডেমিয়ান ক্লাব বাংলাদেশ লিমিটেড–এর উদ্যোগে আয়োজিত প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্ট ২০২৫–এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বনানীর ১০ নম্বর রোড, বনানী–এর ফাদার পিসাতো অডিটোরিয়াম–এ (বনানী) প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সায়েম ও ক্যাপ্টেন খালেদ। প্রধান অতিথি ক্লাব প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ রেফায়েত উল্লাহ বিজয়ীদের হাতে তুলে দেন ট্রফি, মেডেল ও সনদ।
বিজয়ীরা হলেন-
টেবিল টেনিস (একক)
🏆 চ্যাম্পিয়ন — মোঃ বদরুল
🥈 রানার্সআপ — মোঃ সজিব
টেবিল টেনিস (দ্বৈত)
🏆 চ্যাম্পিয়ন — সজীব ও সুজন
🥈 রানার্সআপ — দিপু ও রাজিব
দাবা
🏆 চ্যাম্পিয়ন — আসাদ
🥈 রানার্সআপ — দোলন
ক্যারম (একক)
🏆 চ্যাম্পিয়ন — জুয়েল
🥈 রানার্সআপ — মাহফুজ
ক্যারম (দ্বৈত)
🏆 চ্যাম্পিয়ন — মাহফুজ ও জুয়েল
🥈 রানার্সআপ — চন্দন ও নাদের
পুল
🏆 চ্যাম্পিয়ন — তানিম
🥈 রানার্সআপ — ক্যাপ্টেন খালেদ
স্নুকার
🏆 চ্যাম্পিয়ন — দিপু
🥈 রানার্সআপ — শান্ত
ক্লাবে প্রথমবারের মতো স্নুকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দিপু, যা টুর্নামেন্টে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের সক্রিয় উপস্থিতি আয়োজনটিকে আরও সমৃদ্ধ করে তোলে। পুরস্কার বিতরণ শেষে ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনায় সন্ধ্যা রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উষ্ণ সৌহার্দ্য ও প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন দিনটিকে স্মরণীয় করে রাখে।

