যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
রবিবার (৫ জানুয়ারি) বাহরাইনে মার্কিন দূতাবাসে উপস্থিত হয়ে সদ্যপ্রয়াত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাহরাইনে মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স পৌঁছালে তাকে স্বাগত জানান বাহরাইনে মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন সি বন্ডি।
স্থানীয় সময় গত ২৯ ডিসেম্বর মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।