পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানে দুই কর্মকর্তাসহ ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং সংঘর্ষে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই তথ্য বুধবার পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, “নিরাপত্তা বাহিনী ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামক সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে ওরাকজাই জেলায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমাদের বাহিনীর কার্যকর প্রতিরোধে ১৯ জন ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজকে নির্মূল করা হয়েছে।” এই শব্দগুচ্ছটি তেহরিক-ই-তালেবান, পাকিস্তান (টিটিপি) ও তার মিত্রদের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইএসপিআর বলেছে, অভিযানের সময় তীব্র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক (৩৯, রাওয়ালপিন্ডি) এবং মেজর তাইয়াব রাহাত (৩৩, রাওয়ালপিন্ডি) সামনে থেকে সৈন্যদের নেতৃত্ব দেন এবং বীরত্বের সাথে লড়াই করে আত্মত্যাগ করেন। বিবৃতিতে বলা হয়েছে, তারা তাদের নিজস্ব সৈন্যদের সাথে মিলিয়ে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন এবং তাদের সঙ্গে আরও ৯ জন সেনা সদস্য শাহাদাতবরণ করেন।

আইএসপিআর আরও উল্লেখ করেছে যে, এলাকায় অন্য কোনো ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী উপস্থিতি থাকলে তাদের নির্মূল করার উদ্দেশ্যে একটি স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। তারা এই সাহসী ভূমিকাকে দেশের বিরুদ্ধে ভারতীয় মাজহুবৃত্ত সন্ত্রাসবাদের অভিশাপ মুছার প্রতিজ্ঞাকে আরও দৃঢ় করার প্রসঙ্গে উল্লেখ করেছে।

নিহত লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তাইয়াব রাহাতের জানাজার নামাজ পরে রাওয়ালপিন্ডির চাকলালা গ্যারিসনে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, কেন্দ্রীয় মন্ত্রী, সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তারা এবং সাধারণ জনগণ।

এই ঘটনায় রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি অভিযানের সফলতা ও নিরাপত্তাবাহিনীর তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং নিহত সৈন্যদের ‘জাতীয় বীর’ হিসেবে সম্মানপূর্বক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১৯ জন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে নির্মূল করার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন ও শহীদদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি শহীদদের আত্মত্যাগকে জাতীয় ঐক্য ও অটুট সংকল্পের প্রতীক হিসেবে দেখিয়েছেন এবং পাকিস্তানের মাটি থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করার জাতীয় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিহত সেনাদের প্রতি দুঃখ প্রকাশ করে বলেছেন, “সাহসী সৈন্যদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। আমরা ভারত-সমর্থিত সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে দেব; যারা পাকিস্তানের অখণ্ডতা ক্ষুন্ন করতে চাইছে, তারা সফল হবে না।” তিনি নিহতদের আত্মার শান্তি ও তাদের পরিবারদের জন্য শক্তি কামনা করেছেন।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Share.
Leave A Reply

Exit mobile version