প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে—সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার সহযোগিতায়। গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরোপুরি প্রস্তুত।

সোমবার সকালে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত আলোকিতে ‘জেনভোট ফেস্টিভ্যাল’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পূর্ণ প্রস্তুতির বিষয়টি গতকালই আমাদেরকে জানিয়েছে। তাই সব ধরনের দুশ্চিন্তা ঝেড়ে দিয়ে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। সঠিক সময়ে এবং সঠিক প্রক্রিয়ায় আমরা একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যক্ষ করব।”

সিইসি বলেন, “এটি একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ, এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন—যা গত ৫৪ বছরেও কখনো হয়নি। পাশাপাশি, প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এমনকি কারাবন্দি ভোটার এবং সরকারি কর্মচারীরা, যারা নিজ নিজ ভোটকেন্দ্রের বাইরে কর্মরত, তাদের জন্যও বিশেষ ভোটের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। এসব কারণেই আসন্ন নির্বাচনটি এক অনন্য ও ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।”

তিনি আরও বলেন, “আমরাও সাহস করে এই দায়িত্বে নেমে পড়েছি। আমাদের এই সাহসী উদ্যোগে যদি তরুণ সমাজ সক্রিয়ভাবে অংশ নেয়, তবে আমরা অবশ্যই সফল হব। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব আমাদের সবার—একসঙ্গে মিলেই আমরা তা বাস্তবায়ন করব।”

Share.
Leave A Reply

Exit mobile version