আগামী জাতীয় নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি আশা প্রকাশ করে বলেন, যারা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারাই ভবিষ্যতেও দেশের নেতৃত্ব নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, ছাত্র-যুবদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ‘ভোট বিপ্লবের’ মাধ্যমে একটি মানবিক, সাম্যভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং একটি সুখী ও মানবিক রাষ্ট্র গঠনে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মূল কারণ বিল ডাকাতিয়া। আমরা এই বিলকে কেন্দ্র করে একটি মহাপরিকল্পনা গ্রহণ করব। ডুমুরিয়াকে একটি আধুনিক ব্যবসায়িক হাবে পরিণত করা হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমূল পরিবর্তনে গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পাশ করার পরপরই যেন চাকরি পায়, সে ব্যবস্থা করা হবে। যাদের চাকরি দেওয়া যাবে না, তাদের জন্য থাকবে বেকার ভাতা। পাশাপাশি কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করা হবে বলেও জানান তিনি।

সমাবেশের বিশেষ অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী মোর্চার প্রার্থীদের তিনি বিজয়ী করার আহবান জানান।

Share.
Leave A Reply

Exit mobile version