বলিউডে নতুন হাওয়া বইয়ে দেওয়া ছবি ‘সাইয়ারা’ এখন দর্শকদের হৃদয়জুড়ে। এই মুহূর্তে ‘সাইয়ারা’ বক্স অফিস হিট। সিনেমাটি দেখে মূর্ছাও যাচ্ছেন এই প্রজন্মের দর্শকেরা। অনেক দিন পর নাকি বড় পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গেছে- দাবি তাদের।

ছবির রোম্যান্টিক গল্প যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি আলোচনায় উঠে এসেছেন এর নায়িকা অনীত পাড্ডা। সৌন্দর্য ও অভিনয়ে অনীত একেবারেই ভিন্ন ধাঁচের- বলছেন দর্শকরা। কাজল কালো চোখ, গোলাপি গাল, ঘন ভ্রু আর আঁখিপল্লব- সব মিলিয়ে অনীতকে দেখা যায় এক মোহনীয় রূপে।

তবে অবাক করা তথ্য হলো, আজ থেকে প্রায় দশ বছর আগে অনীত নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেছিলেন! কেন করেছিলেন এই কাজ?

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে হঠাৎ করেই মুখের সব মেকআপ মুছে ফেলতে শুরু করি। তখনই অদ্ভুত এক সিদ্ধান্ত নিই,-দুই ভ্রু কামিয়ে ফেলি, এমনকি চোখের আটটি পাতা উপড়ে ফেলি।’

ঘটনার পর অনীতের মা যখন বাসায় ফিরলেন, অবাক হয়ে বললেন, ‘এবার তুমি স্কুলে যাবে কীভাবে?’ তখন চিন্তায় পড়ে যান অনীতও।

তবে অভিনেত্রীর মতে, ‘হয়তো আমি তখনই বুঝে গিয়েছিলাম, এটা একটা নতুন যুগের সূচনা। আজকাল তো অনেকেই ভ্রু কামিয়ে ফেলছেন- সেই সময় হয়তো আমি নিজেও কোনো নতুন কিছু করতে চেয়েছিলাম।’

উল্লেখ্য, বলিউডে আাত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ একটি সিরিজে কাজ করেন অভিনেত্রী

Share.
Leave A Reply

Exit mobile version