বাংলাদেশর ক্ষমতাচ্যুত সরকারের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি ও জুনাইদ আহমেদ পলককে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
তাদের মধ্যে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় দীপু মনি ও পলককে এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।