‘এ দেশের আসল মালিক জনগণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বদ্বেশড়ি এলাকার একটি মিল চাতালে ইউনিয়নবাসীরদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘জনগণের উপর জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা আমরা মানব না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি একটি মুক্তিযুদ্ধের দল।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।’

Share.
Leave A Reply

Exit mobile version