তামিলনাড়ুর করুরে দক্ষিণী তারকা ও রাজনীতিক থালাপাতি বিজয়ের দল টিভিকে-এর মহাসমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০০ জন।
পুলিশ জানিয়েছে, এর মধ্যে ৫০০ জন ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি, আরও প্রায় ৪০০ জনকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিজয় দেরিতে মঞ্চে আসার পর ভিড় সামনের দিকে ধাবিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বহু মানুষ মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন।
মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোক প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে দল অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিজয়ের গ্রেফতারের দাবি করেছে।
এর আগে গত ২০ আগস্ট মাদুরাইয়ে টিভিকে-এর আরেক সমাবেশেও একজনের মৃত্যু হয়েছিল।
সূত্র: এনডিটিভি, পিটিআই