বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আজ। এদিকে দুপুরে সিইসির সাথে বৈঠক করবেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রটি বলছে, অনুমোদন হওয়া রোডম্যাপে ৩০ নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার কথা উল্লেখ থাকলেও কবে তফসিল কিংবা ভোটগ্রহণ- তার কিছুই উল্লেখ থাকবে না।

নির্বাচন কমিশন গত চারদিনে মোট এক হাজার আটশ তিরানব্বইটি সীমানা নির্ধারণের আপত্তি ও দাবির শুনানি সম্পন্ন করেছে।

এদিকে, দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

Share.
Leave A Reply

Exit mobile version