রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
তিনি আরও বলেন, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি।
এ ছাড়া, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দিতে পারেননি তিনি।