বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে অভিজ্ঞ তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে তার নিরাপত্তা টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় কার্যক্রমে পেশাদারিত্ব ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ। একই সঙ্গে পরিচালক (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে, যিনি বর্তমানে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version