হাসিনার রায়ের বিরোধিতা করে ‘আই ডোন্ট কেয়ার পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) পুলিশের একটি দল তাকে আটক করে। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

লাভলু মোল্লাহ শিশির তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা, ‘আই ডোন্টা কেয়ার’। ওপরে ক্যাপশনে তিনি লিখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

পরে আটকের আগে লাভলু ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে মব করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসেছে। পুলিশ এসেছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু দেখবেন। কারণ আমি তো কোনো অন্যায় করিনি। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

তাকে আটকের বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ফেসবুকে লিখেছেন, লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।

তিনি লিখেছেন, এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসি নাই আমরা, ২০০০ শহিদদের রক্তের ওপর দাঁড়াইয়া তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এইখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।

প্রসঙ্গত, লাবলু মোল্লা শিশির সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। শেখ হাসিনার সময়ে লাভলু উপাচার্যের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। অভ্যুত্থানের পর তাকে সরিয়ে রেজিস্ট্রারের দপ্তরে দেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version